এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহর শাখার আওতাধীন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) বিকেলে কালিতলা আলোর মেলা কিন্ডার গার্ডেন স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ বগুড়া শহর শাখার সভাপতি মো. নাসিমুল বারী নাসিম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পর্যায়ক্রমে বগুড়ার
২১টি ওয়ার্ডে কর্মী সভা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমূল পর্যায় থেকে নেতা নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার জন্য প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করেছি।
যারা দীর্ঘ দিন দলের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের মূল্যয়ন করতে হবে। আগামী দিনে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগকে একটি মডেল স্বেচ্ছাসেবক লীগ হিসেবে উপহার দিতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সঞ্চালনায় শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন শেখ।