এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালুতে দাদনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিটে ৩ জন আহত হয়ে কাহালু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে কাহালু পৌর এলাকায় সারাই বাজারে এই ঘটনাটি ঘটে ভাইবোন দোকানের মালিক কাহালু সদর ইউনিয়নের নশিরপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০ ) কাইট গ্রামের মুনসুর আলীর ছেলে নূর আলম (৪০) ও তার ভাই কাজল (৩৮)। এব্যাপারে কাহালু থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, গত দু ‘মাস পূর্বে কাজল আরিফুলের নিকট থেকে দাদনের ১০ হাজার টাকা নেয় এবং প্রতি মাসে লাভ্যাংশের টাকাও পরিশোধ করে। বাকী টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় বুধবার সকালে আরিফুল ইসলাম কাইট গ্রামের কাজলের বাড়িতে দাদনের টাকার জন্য চাপ দিয়ে কাজল ও তার ভাই নূর আলমকে দোকানে ডেকে নেয়।
এসময় দোকানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে ৩ জনই রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ব্যাপারে আরিফুল ইসলাম জানায়, কাজলের কাছে পাওনা টাকা চাওয়ায় তারা পরিকল্পিত ভাবে দোকানে এসে মারপিটের ঘটনা ঘটায় তাহারা।