এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ই ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত বর্নাঢ্য র্যালী উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবজ কুমার বসাক,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌসী,উপজেলা প্রাণীসম্পদ অফিসার মাহবুব হাসান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
