এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং আউটলেট ও সিআরএম এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য মো. সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, ঢাকা এজেন্ট ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সাজ্জাদুল কবির, ব্যাংকের এসভিপি ও বগুড়া শাখা প্রধান স্বপন কুমার হাং, এভিপি মো. ওবায়দুল ইসলাম, এফএভিপি মোজাহিদুল ইসলাম ও আরিফ হোসাইন, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সঞ্জয় কুমার সরকার এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাউথইস্ট ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামীণ জনপদে আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। নতুন এই আউটলেট ও সিআরএম এটিএম বুথ সেই প্রচেষ্টারই অংশ।

