এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ধুনটে এক সন্তানের জননীকে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ের ভিতরে পালাক্রমে ধর্ষনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২২ই জুন) রাত অনুমান ৭ টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ছোট দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষনের শিকার ওই নারীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, ছোট দিয়ার গ্রামের জনৈক এক পরিবহন শ্রমিকের স্ত্রী এক সন্তানের জননী গত শুক্রবার সন্ধ্যার পর পারিবারিক প্রয়োজনে একাই প্রতিবেশীর বাড়িতে যায়।
কাজ শেষে রাত অনুমান ৭টার দিকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত দুই যুবক ওই গৃহবধূকে রাস্তা থেকে ধরে বাঁশঝাড়ের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষণকারীদের হাত থেকে রক্ষা পেতে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধূ আহত হয়। পরে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে ধর্ষক দুই যুবক পালিয়ে যায়। পরে ওই গৃহবধূকে আহত অবস্থায় রাত অনুমান ১০টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে মাহমুদুল হাসান বলেন, এখানে ধর্ষণের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় এবং উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ধুনট থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।