এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং শহীদ আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে দোয়ার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা বিএনপিনেতা জামিউল ইসলাম রুবেল, আব্দুল বাসেদ, আব্দুর রশিদ বজলু, আবু বক্কর সিদ্দিক মাষ্টার, শাহ আলম জনি, আহসান হাবিব হারুন, ইউনিয়ন বিএনপিনেতা জামিল হোসেন, এবিএম সিদ্দিক, আতাউর রহমান টুকু, মোজ্জাফ্ফর হোসেন, বাদল, স্বপন মাষ্টার, শফিকুল ইসলাম মুন্টু, আব্দুর রাজ্জাক, এরশাদ হোসেন, রায়হান আলী, নিলু, রিপন, সোহাগ,নিরব, রাকিব প্রমুখ।