স্টাফ রিপোর্টার:
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা এ.এফ বালিকা উচ্চর্ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ই ফেব্রুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির নব—নির্বাচিত সভাপতি রেজাউল করিম বাতেন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুল হান্নান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপিনেতা নুরুল ইসলাম নুরু, সুমন সরকার, আব্দুল জলিল, অভিভাবক সদস্য জালাল উদ্দিন জালু, যুবনেতা রুহুল আমিন, সাবেক সদস্য জালাল মাষ্টার, সহকারী শিক্ষক ছাদেকুর রহমান,মতিউর রহমান, আব্দুল কাফী হুজুর, সাহাদৎ হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু—শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে। বিদায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফরুজা আক্তার স্বর্না, ইতি রানী, সুমাইয়া খাতুন। এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মন্ডলী, অভিভাবকগণ উপিস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মোমিন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

