শেরপুর বগুড়া প্রতিনিধি.
বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে লিপি খাতুন (৪০) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপি খাতুন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটারী গ্রামের বাসিন্দা এবং মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, লিপি খাতুন ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে একটি কনস্ট্রাকশন কোম্পানির পাশের পুকুরপাড় এলাকায় যান। সেখানে তিনি একটি অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

