এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে প্রতি বছরের ন্যায় এবারও অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল সকালে অত্র স্কুলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি গুজিয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে দেখা যায়। এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, কুচওয়াজ প্রদর্শন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের শিক্ষক অসীম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের নির্বাহী পরিচালক শাহিনুর ইসলাম। আরো বক্তব্য রাখেন শিক্ষক মোসলেম উদ্দিন মাহিন, সরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইমরান আলি, ফিরোজ আহম্মেদ, আবু হাসান উজ্জল, শহীদজোহা খোকন, মোস্তাক আহম্মেদ, স্বপন কুমার, হনুফা খাতুন, মারুফা আক্তার, রিমন আহম্মেদ প্রমুখ।
সুধী সমাবেশে বিদ্যালয়ের নির্বাহী পরিচালক অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশা- পাশি এলাকার মাদক ও বাল্য বিবাহের প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে হবে।