স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের রাস্তা কার্পেটিং মিস্ত্রি কৃষক আমিনুর রহমানের ২০ শতক জমিতে লাগানো শতাধিক কলাগাছের ঘাউর (ছড়ি) কে বা কাহারা গতকাল রাতে আধারে কেটে নষ্ট করে ফেলে। এব্যাপারে আমিনুর রহমান বলেন, আমি অনেক কষ্টে ২০ শতক জমিতে কলা গাছ রোপন করেছিলাম। বর্তমানে কলা কর্তনেরও সময় হয়েছে।
ঠিক সেই মুহূর্তে কে বা কাহারা রাতের আধারে গাছের কলার ছড়ি গুলো কর্তন করে নষ্ট করে ফেলেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, কৃষকের ক্ষতির কথা আমরা জেনেছি, ঐ ওয়ার্ডের ব্লক সুপারভাইজারকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য এবং কৃষককে পরামর্শ প্রদানের কথা বলা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

