এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় চেকপোস্ট তল্লাশির সময় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কের উপর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মো. মমিনুর রহমান (২৫), পিতা মো. নুরুজ্জামান, সাং ঝিঞ্জিরপাড়া, টেপাখরিবাড়ি, থানা-ডিমলা, জেলা-নীলফামারী। তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যজন হলেন মো. মামুনউদ্দিন (২৫), পিতা মৃত ছবির উদ্দিন, সাং রহিমপুর, ১নং ওয়ার্ড (ওয়াকফ মসজিদের পাশে), থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা। তার কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিভিন্ন যাত্রীবাহী বাস ও ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে মাদকসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

