শেরপুর ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমানের অভিযান মালামাল জব্দ। গত ১৯ জানুয়ারী রবিবার শেরপুর উপজেলার উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফেরদৌস জামান শহীদ প্রিন্সের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালামাল জব্দ করে।
স্থানীয় এলাকার বাসিন্দা বৃদ্ধ দবির উদ্দিন ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক ফুলু জানায়,খামারকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি কায়কোবাদ, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও স্থানীয় ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তার সহযোগিতায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে উপজেলা বিএনপি’র ঊর্ধ্বতন নেতাদের নাম ভেঙ্গে প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন যাবত বালু ভরাট ও ক্রয়-বিক্রয় করে আসছে। এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কায়কোবাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বালু উত্তোলনের সাথে আমি জড়িত না।
একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান,ঘটনাটি আমি শুনেছি, বালু মহাল ছাড়া কোন স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। মালামাল জব্দ করা হয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
