স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলার হাপুনিয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পার্টি অফিসের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নির্বাচিত বিপ্লবী সফল সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পার্টি অফিস উদ্বোধনের মধ্য দিয়ে হাপুনিয়া এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ এবং দলের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

