এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গলায় ফাঁস দিয়ে কিরণ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সাতবেকী উত্তর পাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে বড় গাছের সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।
নিহত কিরণ ওই গ্রামের মাহবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কিরণ দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের অজানায় গভীর রাতে নিজ বাড়ির উঠানে আত্মহত্যার পথ বেছে নেন। পরের দিন সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

