স্টাফ রিপোর্টার:
বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা ৩০ হাজার টাকাসহ দুজন গ্রেফতার করেছেন।
বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড চক সূত্রাপুর হরিজন কলোনী কালি মন্দিরের পাশে ক্যাপ্টেন জানে আলম সাদিফ; অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ওসি, ডিবি ইকবাল বাহার, সদর ফাঁড়ী ইনচার্জ শফিকুল ইসলাম, (তদন্ত) মাহফুজ আলমসহ পুলিশের সমন্বয়ে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার উক্ত অভিযান পরিচালনাকালে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন, নগদ ৩০ হাজার টাকাসহ ১ নং আসামী শ্রী হরিজন, (৩৫), পিতা শ্রী বিল্টু হরিজন, ২ নং শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা শ্রী বাদল বাসফোর উভয় সাং চক সূত্রাপুর হরিজন কলোনি, বগুড়া’দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

