https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 28 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

বগুড়া কাহালুতে প্রতিপক্ষের মারপিটে মহিলা’সহ আহত ৪ 

admin
August 28, 2024 8:12 pm
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলার পাইকড়ে যাতয়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের মারপিটে ২ জন মহিলা সহ ৪ জন গুরুত্বর আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রামের শ্রী বলায় চন্দ্রের পরিবারের সাথে পাশাপাশি অবস্থিত খিয়ার ভুগোইল গ্রামের মৃত খিতিশ চন্দ্রের পুত্র শ্রী সুভাষ চন্দ্রের পরিবারের দীর্ঘদিন ধরে যাতয়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে গত ২৫ আগষ্ট দুপুরে শ্রী বলায় চন্দ্র তার পরিবার নিয়ে জনৈক্য শ্রী নিপেন চন্দ্রের বাড়ীতে শ্রাদ্ধ অনুষ্ঠানে খাবার যাওয়ার পথে বিবাদী শ্রী সুভাষ চন্দ্র তার লোকজন নিয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় শ্রী বলায় চন্দ্র গালিগালাজ করতে নিষেধ করলে এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে এলোপাথারী ভাবে মারপিট করে। এ সময় প্রতিপক্ষের মারপিটে শ্রী বলায় চন্দ্র (৭০), শ্রী নারায়ন চন্দ্র (৩৮), শ্রীমতি আতপি রানী (৩৫) ও শ্রীমতি মালা (৪০) গুরুত্বর ভাবে আহত হন।

আহতদের স্থানীয় লোকজন প্রথমে কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে আসে পরে আহতদের অবস্থার গুরুত্বর হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় আহত শ্রী বলায় চন্দ্রের পুত্র শ্রী সুখ চরণ চন্দ্র ওরফে সুখদেব বাদী হয়ে রাতেই কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী শ্রী সুখ চরণ চন্দ্র ওরফে সুখদেব জানান, বিবাদীরা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি দিয়ে আসছে।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মারপিটের ঘটনার তদন্ত করা হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।