এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড স্টোর হতে পশ্চিম দিকে সুবইল যাত্রাশুল অভিমুখে সরকারি নয়নজলি দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল মাটি দিয়ে ভরাট করে নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ফলে মুরইল ইউনিয়নের সুবইল যাত্রাশুল, ভালতা, বড়মহর ও শিমুলিয়া গ্রামের মাঠের বর্ষার বৃষ্টির পানি নিয়ে বিপাকে পড়ে কৃষকেরা। স্থানীয় লোকজন মুরইল ইউ পি চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারকে অবগত করেন।
শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের উক্ত স্থানে সরেজমিনে গিয়ে ২টি স্কেভেটর মেশিন দিয়ে মাটি খনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন উপজেঁলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল জব্বার সহ সাংবাদিক, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।