স্টাফ রিপোর্টার:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো করোনা পজিটিভ একজন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীর নাম মোছাঃ শেফালী (৫০), স্বামী: মোঃ আজগর। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী মোছাঃ শেফালী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন এবং পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্য যে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এটিই প্রথম কোনো করোনা পজিটিভ রোগী ভর্তি হওয়ার ঘটনা, যা স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার এবং মাস্ক ব্যবহার করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা আপডেট (১৫–১৬ জুন ২০২৫)
• নতুন শনাক্ত: সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৬টি নতুন সংক্রমণ রেকর্ড হয়েছে ।
• মৃত্যু: এই সময়ে ১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । ২০২৫ সালের মোট মৃত্যুর সংখ্যা এখন ৪ জন ।
• মোট কেস: মে–জুনের হিসাব অনুযায়ী মোট শনাক্ত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ≈ ২০ লাখ ৫১ হাজার ৮০৭ ।
• মোট মৃত্যু: সংক্রমণের শুরু থেকে মোট মৃত্যু ≈ ২৯,৫০৩ ।
• সুস্থতা: মোট সুস্থ হয়েছেন ≈ ২০ লাখ ১৯,০২৩ জন..
