স্টাফ রিপোর্টার:
বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র এস. এম. মুহিত (রোল নং-১৩, ডি-শাখা) বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের ১৬ তলার রিউমাটোলজি বিভাগে।
মুহিতের বাবা লতিফ সরকার বলেন, ছেলেটা কিছুই খেতে পারছে না, জ্বর কমছে না, রক্ত পায়খানা করছে। ডাক্তাররা বলছেন, কোলোন আলসার হয়েছে। কিন্তু Gastroenterology বিভাগে ভর্তি করতে চাইলে বায়োপসি রিপোর্ট আগামী (১৮ তারিখ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মুহিত অসুস্থ শরীর নিয়েই বাবার হাত ধরে বলেছে,
বাবা, তুমি কোথাও যেও না বাবা, তুমি চলে গেলে হয়তো আর শেষ দেখাটা হবে না আর।
আমি যদি বেঁচে যাই, ডাক্তার হয়ে তোমাদের স্বপ্ন পূরণ করব, ইনশাআল্লাহ।
বগুড়া জিলা স্কুল প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে অসংখ্য শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও সরকারি আমলা বের হয়েছেন। অথচ আজ এই বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী চিকিৎসাহীনতায় মৃত্যুর প্রহর গুনছে।
বগুড়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি মুহিতের পরিবার অনুরোধ জানিয়েছেন, কেউ যেন হাত গুটিয়ে না থাকেন। অর্থ, রক্ত ও চিকিৎসা সহায়তায় অনেকে ইতোমধ্যেই পাশে দাঁড়ালেও মুহিতের জীবন বাঁচাতে প্রয়োজন আরও শক্তিশালী উদ্যোগ।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ও দেশের সকল মানবিক নাগরিকের প্রতি অনুরোধ, এই মেধাবী শিশুর জীবন বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিন। উন্নত চিকিৎসা, আর্থিক সহযোগিতা ও প্রশাসনিক সহায়তা দিয়ে মুহিতকে সুস্থ করে তুলুন। যোগাযোগ: মুহিতের বাবা: 01719107434
কপি

