বগুড়া প্রতিনিধিঃ
আজ ১৫ জানুয়ারি (রবিবার) বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়।
প্যারেড পরিদর্শনকালে তিনি শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল বগুড়া। পরিশেষে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী মহোদয় বগুড়া জেলা পুলিশের যানবাহন শাখা, রেশন স্টোর এবং পুলিশ হাসপাতাল পরিদর্শন ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বগুড়া জেলা পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
