https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা যুবদলের পাঁচ জনের দলীয় পদ স্থগিত

admin
February 16, 2025 10:47 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা যুবদলের কমিটি অনুমোদনের মাত্র ১১ দিনের মাথায় পাঁচ জনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্র কমিটি।

রবিবার (১৬ই ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

যাদের দলীয় পদ স্থগিত করা হয়েছে- তারা হলেন, বগুড়া জেলা যুবদলের সদস্য ঘোষিত কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইনছানসহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিমসহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা ও সদস্য সজল হোসাইন রহমত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উল্লিখিত পাঁচ জনের সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত উল্লিখিত নেতারা দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।

অভিযোগ রয়েছে, উল্লিখিত পাঁচজন বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জেলা যুবদলের কমিটি ঘোষণার পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। এছাড়াও টাকার বিনিময়ে তাদেরকে যুবদলের পদ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা যুবদলের কমিটি অনুমোদন করা হয় গত ৫ ফেব্রুয়ারি।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির কারণে পাঁচ জনের সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্র কমিটি।

তিনি বলেন, কমিটি গঠনে কোনো লেনদেন হয়েছে এমন প্রমাণ হলে আমি নিজেই পদত্যাগ করব। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা ছিল তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন বিগত ১৫ বছরে কেউ মাঠে আন্দোলন করে ভূমিকা রেখেছেন, আবার কেউ বিভিন্ন কৌশলে নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। সেইভাবেই তাদেরকে মূল্যায়ন করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।