এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের কৃতি সন্তান ইউপি সদস্য আজাহার আলীর বড় ছেলে এডভোকেট এম,,এ ওয়াদুদ ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচনে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (নীল প্যানেল) থেকে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করেছে।

গত ৫ ফেব্রুয়ারি ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম (নীল প্যানেল) ১১,২৫৩ ভোটের মধ্য থেকে ৯,৮২১ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। উক্ত প্যানেলে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মোট ২২ জন সদস্যের (নীল প্যানেল) বিজয় লাভ করে। তাদের মধ্যে তরুণ আইনজীবী এম এ ওয়াদুদ কার্যনির্বাহী সদস্য হিসাবে অন্যতম। বর্তমানে তিনি ঢাকা বার এবং ঢাকা ট্যাকসেস বারে দীর্ঘ ৮ বছর ধরে কর্মরত আছেন।
এপ্রসঙ্গে জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট এম এ ওয়াদুদ বলেন- ”গনতন্ত্রই সুশাসনের মূল ভিত্তি”। জাতীয়তাবাদী ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে। এ বিজয় আমার একার নয়। সকলের ভালবাসা আন্তরিকতা এবং সহযোগিতায় জাতীয়তাবাদী (নীল প্যানেল) বিজয়ী হয়েছে। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন।

