এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) বাদ আছর উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্র, শিক্ষক সহ স্থানীয় সর্বসাধারণ অংশগ্রহণ করেন।
জামে মসজিদের পেশ ইমাম মাওলানা যুবাযের হোসেন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া সম্পন্ন করেন। দোয়া শেষে তবারক মিষ্টি বিতরণ করা হয়।
এসময় দোয়া মাহফিলে যুবদল নেতা তারিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিমন ইসলাম, ছাত্রদল নেতা স্বাধীন আহমেদ, রাতুল খান, জয় শেখ, সাব্বির শেখ, সৈকত হাসান, রাকিব শেখ, রানা, সরকার মুন্না, সুজন খান, রবিন শেখ, তানজিদ হাসান উপস্থিত ছিলেন।

