এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় ধুনট আদর্শ কেজি স্কুলের হলরুমে উপজেলা জামায়াতের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুর রহিম।
সভায় আমিরে জামায়াত নির্বাচন সংক্রান্ত ভোট প্রদানসহ সাংগঠনিক দিকনির্দেশনা এবং আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা সেক্রেটারি মাওলানা মানসুর রহমান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম প্রমুখ।

