এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে নাফহাতুল কোরআন নূরানী একাডেমীর আত্মপ্রকাশ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই জানুয়ারি) সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহিবুল্লাহ শাফীর সভাপতিত্বে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জর্জকোর্টের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজা।
মুফতী আশেকে এলাহী শিবলী ও ইকবাল কায়েস খানের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শফিউজ্জামান সরকার, বিশ্বহরিগাছা বহালগাছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম খান, চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান, চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান কায়েস খান, শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান মুফতী ও উপাধ্যক্ষ মুফতী এনামুল হক আরেফী, আল আবরার নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা একাডেমির শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবাই আশাবাদ ব্যক্ত করেন। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নাফহাতুল কোরআন নূরানী একাডেমী এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা মনে করেন।
এসময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

