এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের।
গত বুধবার সন্ধ্যায় তিনি ইউনিয়নের পীরহাটি সাহাপাড়া মন্দির, মথুরাপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির ও জোলাগাঁতী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন। মণ্ডপগুলোর নিরাপত্তা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতির দিকগুলো ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে মথুরাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পীরহাটি সাহাপাড়া মন্দির, মথুরাপুর সার্বজনীন দুর্গা মন্দির এবং জোলাগাঁতী মন্দিরসংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, আয়নুল হক, আশরাফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাসিনা খাতুন, নাসরিন বেগম, উদ্যোক্তা রাকিবুল হাসান, পূজা কমিটির সদস্য শ্রী পিন্টু সাহা, শ্রী অলিপ কুমার, শ্রী সাধু সাহা, শ্রী নয়ন সাহা, শ্রী লিটন সাহা, প্রেম কুমারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

