এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার পৌরসভার চরধুনট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে মাও শিশু মেয়ে আহত হয়েছে। গত ২২ই সেপ্টেম্বর রাত অনুমান ৯ টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরধুনট গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের শ্রী মিন্টু হাওলাদার এর স্ত্রী শ্রীমতি সোহাগী রাণী (৩৬) ও তার ৯ বছরের ছোট শিশু মেয়ে কুমারী বিনা।
এ ঘটনায় শ্রীমতি সোহাগী রাণী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ২৩ই সেপ্টেম্বর সকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, প্রতিবেশী শ্রী নিক্ষিল চন্দ্র হাওলাদার ছেলে শ্রী নিতাই চন্দ্র হাওলাদার, মৃত শ্রী পানাথ হাওলাদার ছেলে শ্রী নিক্ষিল হাওলাদার, শ্রী বিষ্ণু হাওলাদার ছেলে শ্রী নন্দ হাওলাদার, ও শ্রী ভজেন হাওলাদার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাত অনুমান ৯ টার দিকে বিবাদী লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে হাত বাঁশের লাঠি , কাঠের বাটাম, লোহার রড ইত্যাদি নিয়ে চরধুনট বারোয়ারী দূর্গা মন্দির সংলগ্ন বাদির বসতবাড়ীর সামনে সরকারি পাকা রাস্তার উপর এসে বিবাদী নিতাই চন্দ্র হাওলাদার, বাদিকে অকথ্য অশ্লীল ভাষায় গালি করে তখন বাদি শ্রীমতি সোহাগী রাণী গালি গালাজর নিষেধ করলে বিবাদীগণ তাহাকে ও তাহার শিশু মেয়েকে এলোপাথাড়ি ভাবে কিল,ঘুশিসহ মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে লিলা ফুলা জখম করে। আহত ব্যক্তিদের পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শ্রীমতি সোহাগী রাণী ও তার শিশু মেয়ে কুমারী বিনাকে বাড়িতে আনা হয়।
আহত শ্রীমতি সোহাগী রাণী সংবাদকর্মীদের বলেন, বিগত ১১/০২/২০২৪ইং তারিখে আমার স্বামী শ্রী মিন্টু হাওলাদার বাদি হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী/০৩) এর ১০ আইনে শ্রী নিতাই চন্দ্র হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করি। আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে তার লোকজন নিয়ে আমাদের কে মামলা উত্তোলন করার জন্য চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছে। তারি জের ধরে গত রবিবার রাত অনুমান ৯টার দিকে আমাকে ও আমার ছোট শিশু মেয়ে কুমারী বিনাকে মারপিট করে আহত করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।