https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বেহাল সড়ক সংস্কারের দাবিতে ইউএনও বরাবর ‘দর্পণ’-এর স্মারকলিপি

admin
August 24, 2025 2:40 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট-গোসাইবাড়ী সড়কে অতিভারী যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়কটির জরুরি সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘দর্পণ’।
গত ২৩ আগস্ট সংগঠনটির নেতারা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধুনট-গোসাইবাড়ী সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতালসহ নিত্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে থাকেন। কিন্তু বর্তমানে সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, চলাচল কার্যত অনুপযোগী হয়ে পড়েছে।

‎স্মারকলিপিতে আরও দাবি করা হয়, যমুনা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন এবং ভারী ট্রাক, ট্রাক্টর ও ডাম্পার দিয়ে সে বালু পরিবহনের কারণে সড়কটির এই বেহাল দশা সৃষ্টি হয়েছে। এর ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে এবং নদীতীরবর্তী কৃষিজমি ধ্বংসের সম্মুখীন হচ্ছে।

‎‘দর্পণ’-এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন, “আমরা যমুনা নদীসংলগ্ন অঞ্চলসমূহে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ, ধুনট-গোসাইবাড়ী সড়কের জরুরি ভিত্তিতে সংস্কার ও প্রশস্তকরণ এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে এ স্মারকলিপি দিয়েছি।”

‎তিনি আরও বলেন, “বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, পিচ ঢালাই উঠে গিয়ে সড়ক কাঁচা রূপ ধারণ করেছে। এতে করে শিক্ষার্থীদের যাতায়াত, রোগী পরিবহন ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।”

‎উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ধুনট-গোসাইবাড়ী সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।