https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 3 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে রাতের আধারে ঘরের নির্মাণাধীন প্রাচীর ভাঙলো দুর্বৃত্তরা

admin
March 3, 2025 3:12 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার ভুতবাড়ী দক্ষিণপাড়া গ্রামে রাতের আধারে টিনের দুই চালা ঘরের নির্মাণাধীন পাকা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়েছে। গত শনিবার (০১ই মার্চ) রাত অনুমান ৮টার দিকে উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের ভুতবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পৌর এলাকার অফিসার পাড়ার মৃত ফজলুল বাড়ীর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুনের ক্রয়কৃত তফশিলী সম্পত্তি জেলা বগুড়া,থানা ধুনট মৌজা ভান্ডারবাড়ী জে,এল নং ২৮,এস,এ খতিয়ান ১৮৭,দাগ নং ২৩০৯ আর এসব খতিয়ান নং ২৫১ দাগ ৪৮৬৮, শ্রেণী ভিটা জমির পরিমাণ ৪ শতাংশ সম্পত্তিতে টিনের দুই চালা ঘরের ইট দ্বারা ঘরের প্রাচীর নির্মাণ শুরু করেন।  ইট দিয়ে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের চতুর্দিকে ৩ ফিট উচ্চতা পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। সেগুলো রাতের আধারে ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে ঘরের মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি একজন সাধারণ ব্যবসায়ী অনেক কষ্টে এক বছর আগে ৪ শতাংশ জমি কিনেছি। এই জমিতে টিনের দুই চালা ঘরের ইট দিয়ে পাকা প্রাচীর নির্মাণ কাজ শুরু করি। ৮০০ টাকা জোড়া হিসেবে ৬ জন শনিবার সকল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করছে। চতুর্দিকে ৩ ফিট প্রাচীর কাজ নির্মা করা হয়েছিল। রাতের আধারে এগুলো ভেঙ্গে দিয়েছে।

জমি- সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে শেরপুর উপজেলার গাড়ীদহ গ্রামের মৃত মোশাররফ হোসেন এর ছেলে এস,এম আশিকুর রহমান আসিফ (২৩), ও এস,এম মুশফিকুর রহমান জিতু (১৯), ধুনট উপজেলার ভুতবাড়ী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোশাররফ হোসেন এর স্ত্রী মর্জিনা ইয়াসমীন (৪৫), মৃত নজরুল ইসলাম চাঁন মিয়া এর স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), মৃত হোসেন আলীর ছেলে মজনু মিয়া (৪৭), ও মৃত আমজাদ হোসেন এর ছেলে জাহাঙ্গীর আলম (নয়ন), এই ঘটনাটি ঘটেছে এবং এই কাজের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি। নির্মাণ প্রাচীর ভেঙ্গে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। নির্মাণ প্রাচীর ভাঙচুর ও বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকিরি বিষয়ে রবিবার বিকেলে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ধুনট থানায় ৬ জনের নাম উল্লেখসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন , দুই চালা ঘরের ইট দ্বারা প্রাচীর নির্মাণ ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ টি সরেজমিনে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।