এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে ৫০০ শত টাকা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাকির হোসেন (৩৫) নামের এক মুদি দোকানী নিহত হয়েছেন। গত শুক্রবার (০৯ই ডিসেম্বর) রাত অনুমান ৮টায় উপজেলার নিমগাছি ইউনিয়নে মাজবাড়ী গ্রামের সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামানে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের কাজি পাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে। তিনি বিগত ৩ বছর আগে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে মাজবাড়ী গ্রামের গোলাম রাব্বানী মেয়ে লাকি খাতুনকে বিবাহ করে ওই গ্রামেই মুদি দোকান দিয়ে বসবাস করে আসছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে জাকির হোসেন, মাজবাড়ী গ্রামের মৃত মোখলেছার প্রাং এর ছেলে জাহাঙ্গীর আলম সঙ্গে ঢাকা রাজমিস্ত্রি কাজ করা কালীন জাহাঙ্গীর আলম এর নিকট থেকে ৫০০ শত টাকা হাওলাত নেন জাকির হোসেন। জাহাঙ্গীর আলমের হাওলাতের টাকা না দিয়ে জাকির হোসেন গ্রামে এসে ১৫ দিন আগে মুদি খানা দোকান করেন।
ঢাকা থেকে জাহাঙ্গীর আলম গ্রামে ফিরে আসে জাকির হোসেনের কাজ থেকে তাহার ৫০০ শত টাকা ফেরত চান, হাওলাতের টাকা নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয় এক পর্যায়ে জাহাঙ্গীর হোসেনের হাতের ঘুষির আঘাতে জাকির হোসেন মাটিতে পড়ে যান তখন তার লোকজন সেখান থেকে উদ্ধার সিএনজি যুগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেন নিহত জাকির হোসেন।
এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।