https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 17 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনট মথুরাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান প্রস্তাবিত আব্দুল কাদের

admin
February 17, 2025 5:29 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদেরের নাম প্রস্তাবিত হয়েছে। গত১৩ই ফেব্রুয়ারি উপজেলার প্রশাসনের আমন্ত্রণে প্যানেল চেয়ারম্যান গঠন শীর্ষক জরুরি এক আলোচনা সভায় পরিষদের সকল সদস্যবৃন্দ ও সচিবের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায় ।

গত ৫-ই আগষ্ট দেশের সরকার পতন ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমুল পরিবর্তন হওয়ায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক পরিষদের এক জরুরি সভায় সকল উপস্থিতি ইউপি সদস্য সদস্যাদের সম্মুখে সম্মিলিত সাক্ষরিত প্যাডে আব্দুল কাদের সহ ৩ সদস্যের একটি রেজুলেশন ধুনট উপজেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।

৪ই ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক রাজনৈতিক ও ব্যক্তিগত মামলায় গ্রেফতার হলে স্থবির হয়ে পড়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের কাজ। ”চেয়ারম্যান বিহীন স্থবিরতায় পরিষদের সকল কাজ” শিরোনামে সংবাদ প্রকাশ করে ধুনট উপজেলা প্রেসক্লাব সহ বেশ কিছু গণমাধ্যম। ইউনিয়নবাসীর ভোগান্তি লাগবে প্যানেল চেয়ারম্যান গঠনের প্রয়োজনীয়তা আবশ্যক হয়েপড়ে। এতে ৬ নং ওয়ার্ড (কুড়িগাঁতি, নিশ্চিন্তপুর, প্রতাবখাদুলী) গ্রামের ৩ বারের নির্বাচিত সফল ইউপি সদস্য আব্দুল কাদেরকে প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করে উপজেলা ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সভাপর্ষদ।

এ প্রসঙ্গে প্রস্তাবিত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় আমাকে যে সম্মান দেয়া হয়েছে এজন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে জমিয়ে থাকা জনসাধারণের বহুমুখী কাজ ও সমস্যা সমাধানে সর্বোচ্চ স্বচেষ্ট থাকবো। এর জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। চেয়ারম্যানের অনুপস্থিতি জনিত কারণে প্যানেল চেয়ারম্যান গঠন একটি নিয়মতান্ত্রিক সরকারি বিধি আমি তার ব্যতিক্রম নই।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠনের বিষয়টি প্রাথমিক ভাবে প্রস্তাবিত হয়েছে। সরকারি বিধিমতে বগুড়া জেলা প্রশাসক স্যারের অনুমতি ক্রমে শিঘ্রই বিষয়টি চুড়ান্ত হবে। ইউনিয়নবাসীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত কাজ করছে স্থানীয় সরকার বিভাগ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।