https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 26 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহাস্থানে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

admin
September 26, 2024 1:23 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ই সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড়ের মালকালী বাতা নামক স্থানে এঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাঁর আনুমানিক বয়স (৫৫) বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার ভোর বেলা গড়মহাস্থান গ্রামের কয়েক জন শ্রমিক মহাস্থান হাটে সবজির কাজ করতে আসার পথে গাছের দিকে তাদের নজর পড়লে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে তারা ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি শিবগঞ্জ থানাকে অবগত করেন। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে গাছ থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া সদরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পাশ থেকে ১টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ব্যাগে বেশকিছু এলোপ্যাথিক ঔষধ, একটি হাত ঘড়ি, ১ বোতল সুগন্ধি আতর পাওয়া গেছে। জানা যায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতে বগুড়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরাও চেষ্টা চালাচ্ছে।

এবিষয়ে রায়নগর ইউপি সদস্য আলমগীর হোসেন লালু বলেন, খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, ওই ব্যক্তি স্থানীয় কেউ নয়, বা কারো পরিচিতও না। এই এলাকায় কিভাবে তিনি এলেন তাও বুঝা যাচ্ছে না। এবিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, কোন এলাকা থেকে এসে এখানে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে৷ তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আমরা তাঁর শরীরে আঘাতের কোন চিহ্ন পাইনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।