স্টাফ রিপোর্টার:
বগুড়া শাজাহানপুরের বিনা অনুমতিতে মাটি কাটা ও কৃষি জমি ভরাটের অভিযোগে আবু সাইদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নেতৃত্বে দেন শাজাহানপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।
অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১৯ই জানুয়ারি) বিকালে উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের কাজলগৌরি নামক গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আবু সাইদকে বিনা অনুমতিতে মাটি কাটা এবং কৃষি জমি ভরাটের সময় হাতে নাতে আটক করা হয়। বিনা অনুমতিতে মাটি কাটা ও একই সাথে কৃষি জমি ভরাটের অপরাধ সাক্ষীগণের সামনে স্বীকার করায় আবু সাইদ কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাকে পরবর্তীতে বেআইনি ভাবে এরূপ কাজ হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী (ভূমি) জান্নাতুল নাঈম কে জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
