এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাখপালা ওভার ব্রিজের নিচে হাইওয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজয় (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজয় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং শহরের কামারগাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় রাতের সময় দ্রুতগতিতে নিজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শাখপালা ওভার ব্রিজের নিচে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহটি শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

