স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে মেধা ফাউন্ডেশন পক্ষ থেকে ১৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ই জানুয়ারি) বেলা ১২টায় মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অসচ্ছল শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সাবেক সভাপতি ও আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মহসীন আলী,মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ,আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাও ফজলুল হক,স্বপ্নপূরণ স্কুল পরিচালক মিজানুর রহমান,অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন খাদেম,মেধা ফাউন্ডেশন প্রতিনিধি সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য- আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় মেধা ফাউন্ডেশন গ্রামীনজনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ (খাতা,কলম,পেন্সিল,স্কুল ব্যাগ) নিয়মিত বিতরণ করে থাকে সংস্থাটি। মেধা ফাউন্ডেশন’ একটি অলাভজনক সংস্থা। ২০২৪ সালে বগুড়ার শাজাহানপুর উপজেলা চাঁদবাড়িয়া এলাকায় থেকে সংস্থা যাত্রা শুরু করে।
