এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল রাজ্জাক ওরফে নিলু (৫৪)-কে গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট মোট ১৪টি মামলা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জার্রার নেতৃত্বে একদল পুলিশ চোপীনগর ইউনিয়নের বড়ইতলা এলাকায় অভিযান চালায়। নজরুল ইসলামের বাড়ির সামনে দুবলাগাড়ী-শাহানগরগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ (সাত) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নতুন একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিলুর বিরুদ্ধে এর আগে শাজাহানপুর ও শেরপুর থানায় দায়ের করা ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিটি মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতাধীন অপরাধ সংক্রান্ত।

