এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে প্রশাসনের নাম ভাংগিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক জনের জেল প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান উপজেলার আঁচলাই নামা পাড়া এলাকার করতোয়া নদীতে এ অভিযান পরিচালন করেন।
আটকৃত হলেন দক্ষিণ কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে মিলু হোসেন (৪২)।
স্থানীয় জানান, কতিপয় ভূমিদস্যুরা প্রশাসনের নাম ভাংগিয়ে দিনের পর দিন করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন। স্থানীয়রা বাঁধা দিলেও তাদেরকে ভুল বুঝানো হয় এবং প্রশাসনের অনুমতি আছে এমন গুজব ছড়িয়ে দেয়।
এব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন গুড়িয়ে দেওয়া হয়েছে ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। বালু উত্তোলনের সাথে জড়িত একজন কে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে।

