স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে অবৈধ বেপরোয়া মাটিবাহী ট্রাকের চাপায় কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের মোস্তাফিজুর রহমান মানিক (৭) নামের প্রথম শ্রেনী ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে৷
নিহত মানিক উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কেকার পাড়া গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে।
জানা যায়, গত বুধবার (২৯ই জানুয়ারি) নিহত মানিক অন্যান্য দিনের মত সকালে পাশের কিচক আইডিয়াল স্কুলে যান। স্কুল ছুটির পর সে রিক্সা যোগে বাড়ির পথে রওনা দিয়ে কিচক ইউনিয়ন পষিদের সন্নিকটে রিকশা থেকে নামতেই এলাকার ভূমিদস্যুদের একটি অবৈধ মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়।
এসময় স্থানীয়রা চিৎকার করলে ঘাতক ট্রাক ঘটনার বেগতিক দেখে মুহূর্তেই পালিয়ে যায়৷ এদিকে আশঙ্কাজনক অবস্থায় স্কুল ছাত্র মানিককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওযার পথে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এবিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, শিশুটির ঘটনার বিষয়টি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। দুর্ঘটনা কবরিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

