এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা হোসনা আফরোজা (যুগ্মসচিব) আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) শিবগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেন।
সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এরপর নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও পতাকা মঞ্চের উদ্বোধন করেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার এবং অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
দিনের কর্মসূচিতে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের ব্রেস্ট ফিডিং কর্ণার ঘুরে দেখেন।
অন্যদিকে টিআর প্রকল্পের আওতায় মোকামতলা ইউনিয়নে সোলিং রাস্তা এবং আটমূল ইউনিয়নে সিসি রাস্তার উদ্বোধন করেন। আটমূল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের পাশাপাশি ভূমি অফিসের নবনির্মিত ভবনের কাজও ঘুরে দেখেন।

