এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাংবাদিক রশিদুর রহমান রানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রাং, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেন, এবং শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী, সোহেল রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী দিনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর মাঝে বাল্যবিবাহ, মাদক, আত্মহত্যা, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রগতি কল্যাণ সংস্থা জানায়, ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

