শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬৩৩-তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (৮ই আগস্ট) বিকালে সংগঠনটির সহ-সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”-এ অনুষ্ঠিত হয়।
অধিবেশনে কয়েকটি কবিতা পাঠসহ সাহিত্যবিষয়ক মূল্যবান আলোচনা করেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য কবি, প্রাবন্ধিক ও গীতিকার প্রফেসর খৈয়াম কাদের।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, জিয়াউদ্দিন লিটন, অমরকৃষ্ণ পাল নান্টু, হান্নান আরণ্যক, মো. আব্দুল বারী, আব্দুস সামাদ, ফকির মো. আমিনুল ইসলাম, মীর এনামুল, কবির হোসেন, এম আর জামান, সুব্রত সেন, ফেরদৌস জামান খোকন, বি. এম. হাফিজুর রহমান, মো. তোফাজ্জল হোসেন, মো. লুইন হোসেন, সুমন মোহন্ত, সৈকত চৌধুরী ও মোছা. ফারজানা আক্তার।
উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য কবি, গল্পকার ও প্রাবন্ধিক ডা. আমিরুল হোসেন চৌধুরী, মু. সাইফুল ইসলাম, মো. গোলাম রসুল, সাকিল মাহমুদ, সজল সাহা, রাকিবুল হাসান, রনজিৎ কুমার ও মো. করিম।
সমালোচনার দায়িত্ব পালন করেন কবি ও গল্পকার অমরকৃষ্ণ পাল নান্টু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।

