স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর উপজেলা প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সিনিয়র সাংবাদিক এসআই শফিক (দৈনিক বগুড়া) এবং সদস্য সচিব আবু সাঈদ (দৈনিক সকলের খবর)।
বগুড়ার অভিজাত একটি রেস্টুরেন্টে সদর উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কেএম আমিনুল ইসলাম রতন (দৈনিক মুক্ত সকাল), সদস্য শহিদুল ইসলাম আকাশ (দৈনিক চাঁদনী বাজার), শাফায়াত জামিন (দৈনিক দুরন্ত সংবাদ), রসুল খন্দকার (৭১ ভিশন) এবং মোঃ সাখাওয়াত হোসেন (দৈনিক মুক্তজমিন) ।
আলোচনা সভায় আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

