এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এ্যাম্পল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার ২৫ নভেম্বর রাতে উপজেলার পান্নারমোড় ও সান্দিড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৩২পিস নেশার এ্যাম্পল ও ২শ‘গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নওগাঁ জেলার আত্রাই উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজিব (২৭) ও সোলেমানের ছেলে মামুন (২৯), আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের জাফের মন্ডলের ছেলে আফাজ মন্ডল (৫৩) একই গ্রামের জলিল সরদারের ছেলে সাগর সরদার (৩৮)। এ ব্যাপারে আদমদীঘি থানায় দুইটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে আদমদীঘি সান্তাহার ফাঁড়ি পুলিশ পান্নারমোড় এলাকা থেকে ৩২ পিচ নেশার এ্যাম্পলসহ আত্রাই উপজেলার রাজিব ও মামুনকে এবং থানা পুলিশ সান্দিড়া এলাকা থেকে আফাজ মন্ডল ও সাগর সরদারকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।