এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘির মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের চুরি যাওয়া ট্রাক ২৯ ঘন্টার পর রানীনগর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পুলিশ ও ট্রাক মালিকের লোকজন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাঁশহাটি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
গত মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় আদমদীঘির রেলস্টেশন এলাকায় বাসার সামনে থেকে মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের ঢাকা মেট্রো-ন-১১-৮২৯৪ নম্বর আইসার কোম্পানী একটি ট্রাক চুরি যায়।
এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাঁশহাটি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দেখে পুলিশ ও ট্রাক মালিকের লোকজন সেখান থেকে উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, উদ্ধার করা ট্রাকটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার নেই।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।