এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে চোরাই একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার ২৬ ডিসেম্বর ভোরে জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার কার হয়। গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মেন্দার বের গ্রামের ইদ্রিছ আলীর ছেলে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন (৩৪) ও একই উপজেলর হাটখোলা গ্রামের শামিম উদ্দিন তরফদারের ছেলে পিয়াস তরফদার (২৬)।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সন্ধা সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলা সান্তাহার নতুনবাজার হাটখোলা একটি চা দোকানের সামনে থেকে পারভেজ মৃধা নামের এক ব্যক্তির জয়পুরহাট- ল-১১-৩১১১ নম্বর সুজুকি জিক্স্রার মোটরসাইকেল চুরি য়ায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার গত সোমবার রাতে আদমদীঘি বাজার ব্রিজের নিকট মহাসড়ক থেকে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
তার দেয়া তথ্যানুসারে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অপর আসামী পিয়াস তরফদারের হেফাজত থেকে চোরাই সুজুকি জিক্স্রার মোটরসাইকেলটি উদ্ধার করে। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়ছে।
