এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যে ও আদমদীঘিতে যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপে নেতাকর্মি আহত ঘটনার প্রতিবাদে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৪ নভেম্বর বিকেল ৫টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ‘লীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, নিশরুল হামিদ ফতু, জাহিদ হাসান, মোর্শারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও গত বুধবার সন্ধ্যায় যুবলীগের শান্তিপুর্ন মিছিলে ককটেল নিক্ষেপ ঘটনার বিএনপিকে দায়ী করে তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে মামলার আসামীদের গ্রেফতার দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন।
