এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
১কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪”শ ২৭ টাকা ব্যয়ে সোমবার (২৮ই নভেম্বর) সকালে বগুড়ার কাহালু উপজেলার দামাই মামদুদুর রহমান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
উক্ত নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন জাতীয়তাবাদীদল (বিএনপি) বগুড়া জেলা কমিটির সাবেক সদস্য সচিব, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, কাহালু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামীম ইকবাল, সাঈদা রহমান, দীপা রাণী, বিএনপিনেতা আব্দুল মান্নান, শফিক তালুকদার,
আলহাজ্ব এস এম শহিদুল আলম সুলতান, আবুল কালাম আজাদ, মুনসুর রহমান, কোরবান আলী, আব্দুর রশিদ, ইদ্রিস আলী, এ কে এম রায়হান, আব্দুর রশিদ উজ্জল, রেজাউল করিম, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ, প্রধান শিক্ষক মাহবুবুবা খানম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, যুবদলনেতা মিরাজ ইসলাম, ফরহাদ বাবু, জামিল উদ্দিন, রয়াহান প্রমূখ। বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থপন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।