এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন আলীর ১০ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার (১ই ডিসেম্বর) দুপুরে কাহালু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কাহালু উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু,কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুল হান্নান,মানিক উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক ও পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী, মুরইল সাবেক ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, রুহুল আমিন শাহজাহান আলী, আজাহার আলী, মতিউর রহমান রুমি, সাইফুল ইসলাম খান, মুনসুর রহমান, মাসুদ রানা, ইসমাইল হোসেন, খন্দকার শামছুল হক, আতিকুর রহমান মরিচ, হেলালুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।