https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে পুলিশকে মারপিট করে অবরুদ্ধ ঘটনায় গ্রেপ্তার-৪

admin
March 21, 2025 12:10 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে পুলিশের এসআই,এএসআই ও কনষ্টেবলদের মারপিট করে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং গ্রেফতার করেছে ৪জনকে। ১৯বুধবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দি পুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্তকালে এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের নির্দেশে ডিউটিরত থানার এসআই তৌহিদুল ইসলাম, এসআই শরীফুল ইসলাম, এএসআই গোলাম মোস্তফাসহ সংঙ্গীয় ফোর্স ১৯ মার্চ রাতে উল্লেখিত মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্ত করতে যায়। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী ওই পুলিশদের মারপিট করে ঘরে আটকে রেখে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। সরকারী অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে।

 

এ ঘটনায় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান, আটক, আক্রমণ, ভয়ভীতি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অপরাধে এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেক পুরুষ ও মহিলা বলে থানায় একটি মামলা দায়ের করেন এবং ৪জনকে গ্রেফতার করে। এরা হলো, মেন্দিপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৬) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), আ: ছাত্তারের মেয়ে সাথী আকতার (২৬) এবং আ: বাছেদ মোল্লার ছেলে মো: হাসান (২২)।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।