স্টাফ রিপোর্টার:
বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের হিজলী গ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় গাবতলী মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল খালেক দুর্গাপূজার নিরাপত্তা ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হিজলী গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে জিব্রাইল ইসলাম ওরফে জুয়েল (৪৫) তার বাড়ির সামনে ইয়াবা বিক্রি করছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬,৫৫০ টাকা, একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক সেবনে ব্যবহৃত খণ্ডিত ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মামলা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা চলমান রয়েছে।
আটকের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে গাবতলী থানা সূত্রে জানা গেছে।

